মহান মুক্তিযুদ্ধের ৪ নং সেক্টর কমান্ডার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদায়ের অগ্রদূত, আলোর দিশারি অসাম্প্রদায়িক বাঙালি ব্যাক্তিত্ব এবং সাহসী নেতা, মেজর জেনারেল (অব.)চিও রঞ্জন দও (সি আর দও) বীর উওম এর পরলোকগমনে ওনার বিদেহী আত্মার শান্তি কামনার্থে ২৮ আগস্ট শুক্রবার সকাল ১০ ঘটিকায় শিবপুর পৌর এলাকার বানিয়াদি ভক্ত সংঘের কৃষ্ণ মন্দির প্রাজ্ঞনে প্রার্থনা সভার আয়োজন করেন শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ,পৌরসভা পূজা উদযাপন পরিষদ।
উক্ত প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু বিপ্লব কুমার চক্রবর্তী,সাধারণ সম্পাদক বাবু অজয় কৃষ্ণ গোস্বামী, সহ-সভাপতি ডা.মনিন্দ্র চন্দ্র বর্মন, কার্তিক চন্দ্র বর্মন, নিখীল চন্দ্র পাল, যুগ্ন সাধারণ সম্পাদক কেশব চন্দ্র দে, চন্দন কুমার দও,সমাজ কল্যান সম্পাদক আশীষ কুমার চক্রবর্তী, প্রচার সম্পাদক শ্রী বিষ্ণু চরণ মন্ডল, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল চন্দ্র বর্মন প্রমুখ আরো উপস্থিত ছিলেন পৌরসভা, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রার্থনা সভার পর, শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের নবনির্মিত কার্যনির্বাহী কমিটির পরিচয় ও মতবিনিময় করেন এবং প্রসাদ বিতরনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা।