রায়পুরায় প্রবাসীদের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আগের সংবাদ

নরসিংদীতে ২০০ হাফেজে কুরআনকে সংবর্ধনা দিলো ছাত্রশিবির

পরের সংবাদ

রায়পুরায় ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫ , ১২:৫২ অপরাহ্ণ

নরসিংদীর রায়পুরায় সনাতন ধর্মাবলম্বী এক গৃহবধূকে (৪০) ধর্ষণের অভিযোগ উঠেছে রাকিব মিয়া নামে এক যুবককে বিরুদ্ধে। এসময় তার দুই সহযোগী ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে। ধর্ষণের ঘটনা প্রকাশ না করতে ভুক্তভোগী ও তার স্বামীকে হত্যার হুমকি দেয় অভিযুক্তরা।

রোববার (১৬ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের রহিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, ‘রোববার রাতে ঘরে একা ছিলেন সনাতন ধর্মাবলম্বী ওই গৃহবধূ। বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। এসময় রাকিব মিয়া দুই সহযোগীকে নিয়ে তার ঘরে প্রবেশ করে। তারপর রাকিব ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার দুই সহযোগী ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে। তারা গৃহবধূর কানে ও গলায় থাকা সোনার গহনা ছিনিয়ে নেয়। চলে যাওয়ার সময় তারা ধর্ষণের ঘটনা প্রকাশ না করতে ভুক্তভোগী ও তার স্বামীকে হত্যার হুমকি দেয়।’

পুলিশ জানায়, অভিযুক্ত রাকিব মিয়া একই এলাকার রতন মিয়ার ছেলে। সে একজন মাদক কারবারি এবং সেবনকারী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

সোমবার (১৭ মার্চ) বিকেলে ভুক্তভোগী গৃহবধূ নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কলিমুল্লাহর কাছে ঘটনার বর্ণনা দেন। পরে তিনি রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, সোমবার রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে রাকিব সহ তিন জনের নামে মামলা দায়ের করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।

নরসিংদী মিরর/এফএ