নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসনের নানা আয়োজনের মধ্য দিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা। পরে, উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে আয়োজিত পিঠা উৎসবে উপস্থিত হয়ে বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খান নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা আক্তার সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
নরসিংদী মিরর/এফএ