ডোনার ও সেচ্ছাসেবীদের সম্মাননা দিলো “আমার রায়পুরা সংগঠন”

আগের সংবাদ

রায়পুরায় ১০০ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার

মোঃ ফরহাদ আলম

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪ , ১১:১৩ অপরাহ্ণ

নরসিংদীর রায়পুরা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ রাউন্ড শর্টগানের গুলি) কার্তুজসহ মোঃ জুয়েল মিয়া উরফে রাসেল (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলার মাহমুদাবাদ এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল মিয়া উরফে রাসেল উপজেলার বাশঁগাড়ী ইউনিয়নের চাঁন্দের কান্দি গ্রামের মৃত হাবিব মিয়ার ছেলে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রায়পুরা থানা প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিং-এ এসব তথ্য নিশ্চিত করেছেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ।

সংবাদ সম্মেলনে ওসি বলেন, রায়পুরা থানা পুলিশের একটি টিম থানার বিশেষ অভিযানে সাপমারা বাজারে অবস্থান করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইকরাম উজ্জামান ও এএমআই জুয়েল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে মাহমুদাবাদ এলাকার লিজা জর্দ্দা কোম্পানির সামনে সুনামগঞ্জ থেকে ঢাকাগামী মামুন পরিবহনের একটি বাসে অভিযান চালায়। এসময় ১০০ রাউন্ড শর্টগানের কার্তুজ সহ রাসেলকে গ্রেফতার করা হয়।

পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, দীর্ঘদিন যাবত সে উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ীতে কার্তুজ (গুলি) সর্বরাহ করে আসছিলো। তার বিরুদ্ধে রায়পুরা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

নরসিংদী মিরর/এফএ