নরসিংদীর রায়পুরা উপজেলায় ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগারে মাটি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সার সুপারিশ কার্ড বিতরণ ও সরেজমিনে ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ঢাকা বিভাগীয় গবেষণাগারের আয়োজনে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ঢাকা বিভাগীয় গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ এনায়েৎ উল্লাহর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের কেন্দ্রীয় গবেষণাগারের প্রধান এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বিভাগীয় গবেষণাগারের ঊর্ধ্বতন কর্মকর্তা আবুল কালাম মোঃ মঞ্জরুল আলম চৌধুরী ও রায়পুরা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান।
কৃষকদের হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ও টিম লিডার খায়রুল ইসলাম বাশার, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ হাসিবুল হক, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, নরসিংদী জেলা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা এস. কে. জহির উদ্দীন ও রায়পুরা উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ কবির হোসেন। এসময় উপজেলা বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন।
নরসিংদী মিরর/এফএ