রায়পুরায় জামায়াতে ইসলামীর গণ সমাবেশ অনুষ্ঠিত

আগের সংবাদ

জাকসু আয়োজিত আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পরের সংবাদ

রায়পুরায় দু’পক্ষের টেঁটা যুদ্ধে আহত ১২

রায়পুরা প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪ , ১০:৫৯ অপরাহ্ণ

নরসিংদীর রায়পুরায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের মধ্যে টেঁটা যুদ্ধ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার চানপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মনসুর আলী বাড়ি ও সাবুদ আলী বাড়ির লোকদের মধ্যে এ ঘটনা ঘটে।

আহতরা হলো- মকবুল হোসেন (২৫), আশরাফ আলী (৪৫), জহিরুল ইসলাম (২৫), ছায়দুল ইসলাম (২৫), আমেনা বেগম (৬০), সখিনা বেগম (৫০), মোখলেস (৫০), নাজীর মিয়া (৪৫), লাক মিয়া (৪২)। বাকিদের  নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কালিকাপুর গ্রামের মনসুর আলীর বাড়ি ও সাবুদ আলীর বাড়ির বংশের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার দুপক্ষের সমর্থকরা টেঁটা-বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জব্বার বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন আহত হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নরসিংদী মিরর/এফএ