নরসিংদীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জরুরি প্রস্তুতিমূলক সভা

আগের সংবাদ

নরসিংদী-৪ আসনে পঞ্চমবারের মতো বিজয়ী হলেন শিল্পমন্ত্রী

পরের সংবাদ

রাজিউদ্দিন আহমেদ রাজু সপ্তম বারের মতো এমপি নির্বাচিত

মিরর ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪ , ১০:৩৬ অপরাহ্ণ

মোঃ ফরহাদ আলম: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে টানা সপ্তম বারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু। তিনি ১ লক্ষ ১১হাজার ৭৫৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে এমপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী ঈগল প্রতীক নিয়ে পেয়েছে ৬৪ হাজার ৭৭ ভোট।

রোববার (৭ জানুয়ারি) সন্ধার পর রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রোজলীন শহীদ চৌধুরী আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

রাজিউদ্দিন আহমেদ রাজু ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ সালে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে, তিনি ৭০এর সাধারণ পরিষদ নির্বাচনে জয়ী হয়েছিলেন। তিনি বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং পরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ষাটের দশকের তুখোড় ছাত্রনেতা রাজু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই বার ভিপি ছিলেন। তিনি ছয়দফা আন্দোলনের অগ্রনায়ক ও মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক।

নরসিংদী মিরর/এফএ