নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারী-পুরুষদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকার।
রোববার (২২ অক্টোবর) দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের করইতলা দক্ষিণ পাড়া শ্রী শ্রী সার্বজনীন কালীমন্দির, বোয়ালমারা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ ও সাহেবনগর দুর্গাপূজা মন্ডপসহ বিভিন্ন পূজামন্ডপে আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ করা হয়।
করইতলা দক্ষিণ পাড়া শ্রী শ্রী সার্বজনীন কালীমন্দির সভাপতি স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আফজাল হোসাইন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশীদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-৫ রায়পুরা থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী রিয়াদ আহমেদ সরকার।
এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আলী আহমদ দুলু, মরজাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সানজিদা সুলতানা নাছিমা, অলিপুরা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ওবায়দুল হক বাবুল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস, নরসিংদী জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুর রহমান, রায়পুরা পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।
নরসিংদী মিরর/এফএ