মোঃ ফরহাদ আলম: নরসিংদীর কৃতিসন্তান ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেছে রায়পুরা উপজেলা প্রশাসন।
রোববার (২০ আগস্ট) ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ নামক স্থানে স্থাপিত বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর হোসেন।
এসময় রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়লা মোঃ হোসেন ভূঁইয়াসহ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফাউন্ডেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শহীদ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ১৯৭১ সালের আজকের এই দিনে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতার জন্য মাত্র ২৯ বছর বয়সে নিজের জীবন উৎসর্গ করেন।
মতিউর রহমান ১৯৪১ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার ১০৯, আগা সাদেক রোডের “মোবারক লজ”-এ জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর গ্রামে। যা বর্তমানে মতিউরনগর নামে নামকরণ করা হয়েছে। ৯ ভাই ও ২ বোনের মধ্যে তিনি ছিলেন ৬ষ্ঠ। তার বাবা মৌলভী আবদুস সামাদ, মা সৈয়দা মোবারকুন্নেসা খাতুন।
নরসিংদী মিরর/এফএ