মেহমানখানার ইফতারে ৪ শতাধিক মাদরাসা ছাত্র

আগের সংবাদ

রায়পুরায় কৃষককে জবাই করে হত্যা

পরের সংবাদ

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৩ , ১২:০২ অপরাহ্ণ

নরসিংদীর রায়পুরায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

সোমবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর হোসেন।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ আফজাল হোসাইন।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ মুস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন, উপজেলা চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেল, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নূর উদ্দিন আহমেদসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

নরসিংদী মিরর/এফএ