আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে মশার বিস্তারও বেড়েই চলছে। বাসাবাড়ি, দোকানপাট, অফিস-আদালত সর্বত্র মশার আক্রমন। মশার কামড়ের ফলে ডেঙ্গু সহ মানবদেহে প্রবেশ করছে নানা রোগব্যাধি।
মঙ্গলবার (৯ মার্চ) সন্ধায় রায়পুরা উপজেলার হাসনাবাদ বাজারে ফগার মেশিন দিয়ে মশক নিধন কাজের উদ্বোধন করেন আমীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন খাঁন। আমীরগঞ্জ রেলওয়ে স্টেশন ও ঐতিহ্যবাহী হাসনাবাদ বাজারে মশা নিধনের কাজ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জামিল খাঁন, আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান ভূইয়া, নোয়াব ভূইয়া, ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, ছাত্রলীগ নেতা সুমন খন্দকার সহ নেতৃবৃন্দ।
ইউনিয়নবাসীকে মশার আক্রমণ থেকে পরিত্রাণ দিতে চেয়ারম্যানের এই উদ্যোগ। এদিকে তার মহৎ কাজে সাধুবাদ জানিয়েছে এলাকার সাধারণ মানুষ।