মুজিববর্ষ উপলক্ষে নরসিংদীর রায়পুরায় ৩৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলো মাথা গোজার ঠাঁই।
শনিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬৬হাজার একশো ঊন নব্বইটি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে নবনির্মিত বসতবাড়ীর দলিল হস্তান্তর উদ্বোধন করার পর উপজেলা প্রশাসন ৩৫জনের মাঝে আনুষ্ঠানিক ভাবে এ দলিল হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাদেক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি)মাহমুদুর রহমান খোন্দকার, ওসি তদন্ত মোঃ লুৎফর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক।
আরো উপস্থিত ছিলেন আমীরগঞ্জ ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন খাঁন, হাইরমারা ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক বাবলা, উত্তর মির্জানগর ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির সরকার, নিলক্ষা ইউপি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম সহ জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।