ধর্ষণচেষ্টা নয়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই নরসিংদীর রায়পুরা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. দিপু মিয়ার বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলা করেন তার চাচাতো ভাইয়ের স্ত্রী। আগেও একবার দিপুর বিরুদ্ধে ওই গৃহবধূ থানায় মিথ্যা অভিযোগে মামলা করেছিল। পরে পারিবারিক সমঝোতাই তা মিটমাট করা হয়।
আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় রায়পুরা পৌর এলাকার রামনগরে ছাত্রলীগ নেতা দিপুর ব্যবসা প্রতিষ্ঠানে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য এসব কথা বলেন দিপুর ভগ্নিপতি মো. সজল মিয়া। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, গত ২৬ নভেম্বর ওই গৃহবধূ রায়পুরা থানায় ধর্ষণচেষ্টা মামলা করেন। পরে রাতেই পুলিশ দিপুকে নিজ বাড়ি পৌর এলাকার রামনগরহাটি থেকে আটকের পরদিন আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। তিনি বলেন, গ্রেপ্তারের আগের দিন দিপুর সঙ্গে তার ভাবির তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।
পরে ওই গৃহবধূ দিপুকে জুতাপিটাও করেন। এক পর্যায়ে থানায় গিয়ে ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন। ধর্ষণচেষ্টার মতো কোন ঘটনাই ঘটেনি। দিপু প্রতি ক্ষিপ্ত হয়েই পূর্বপরিকল্পিত ভাবে ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা দেন ওই গৃহবধূ। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ওই গৃহবধূর বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ এবং দিপু মিয়ার মুক্তির দাবি জানান।