নরসিংদীর রায়পুরায় সাউদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খালেদ ভূঁইয়ার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুনীর্তির অভিযোগে এনে প্রতিবাদসভা ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় রায়পুরা উপজেলা পরিষদের সামনে স্কুলের প্রধান শিক্ষকের বিচারের দাবিতে প্রতিবাদসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সাউদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজি আব্দুর সবুর ভূঁইয়া, হাইরমারা ইউপির সাবেক সদস্য সাইফুল ইসলাম বাবুল, মুক্তার হোসেন, আবু সাঈদ, আবু তালেব আবুল, কাউসার ও স্কুলের শিক্ষার্থীদের অভিবাবকবৃন্দ।
বক্তারা বলেন, প্রধান শিক্ষক খালেদ নিয়মবহির্ভূতভাবে স্কুলের ম্যানেজিং কমিটি গঠন, গাছ বিক্রি, স্কুলের সরকারি বরাদ্দের অর্থ আত্মসাৎ, বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে অসদাচরণ ও শিক্ষার্থীদের মেরে আহত করেছেন। প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছে অভিভাবক ও এলাকাবাসী।