ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র বানিয়ে অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছে রায়পুরা উপজেলার হাইরমারা ইউনিয়নের ইসলাম প্রিয় তৌহিদী জনতা।
মঙ্গলবার আসর নামাজের পর হাইরমারা মোড়ে এই মানববন্ধন আয়োজন করা হয়। এতে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।
নরসিংদী সরকারি কলেজের মেধাবী ছাত্র রায়হান প্রধানের ব্যবস্থাপনা এবং মাওলানা কবির আহমেদ এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন হাইরমারা মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুস্তাক আহমেদ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবুল হাসনাত, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ, সমাজকর্মী ফারহান জোনায়েদ, রমজান আহমেদ সাগর, আবির হাসান প্রমূখ।
বক্তারা ফ্রান্সকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি করেন ও মুসলমানদের ফরাসি পণ্য বর্জন করার আহবান জানান।