নরসিংদী নরসিংদীর রায়পুরায় বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার রহিমাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক রুপন কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলো,রায়পুরা উপজেলার হাসনাবাদ গ্রামের মৃত আলমাছ ভূইয়ার ছেলে সাদ্দাম হোসেন (২২), আমিরগঞ্জ এলাকার মেজবাহ উদ্দিন ভূইয়ার ছেলে মোস্তাফিজুর রহমান নাদিম (২০) ও রহিমাবাদ এলাকার মৃত মান্নাফের ছেলে উমর ফারুক (৩২)। জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক রুপন কুমার সরকার জানায়, সোমবার দিবাগত রাতে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে রায়পুরা উপজেলা রহিমাবাদ এলাকা থেকে চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা আছে। আর এ ঘটনায় রায়পুরা থানায় মামলা দায়ের করা হয়েছে।