মামুদপুর ফুটবল কাপের সিজন-৪ উদ্বোধন

আগের সংবাদ

বিদ্যাবাড়ি’র বর্ষপূর্তি ও ইচ্ছে পূরণের অভিষেক সম্পন্ন

পরের সংবাদ

মাধবদীতে নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪ , ২:১৮ অপরাহ্ণ

নরসিংদীর মাধবদীতে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১ ডিসেম্বর) সকাল ১০টায় নিরাপদ সড়ক চাই মাধবদী থানা শাখার আয়োজনে শহরের রাইন ওকে মার্কেট থেকে এক র‍্যালি বের করা হয়।

পরে র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সমাবেশে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) মাধবদী থানা শাখার উপদেষ্টা ও মাধবদী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আল-আমিন সরকার, মাধবদী থানা সভাপতি শাওন খন্দকার শাহিন, সহ-সভাপতি কাজী মেহবুব ইয়াসিন সৃজন, সাধারণ সম্পাদক মুস্তাকিম হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, দপ্তর সম্পাদক হানিফ মাস্টার, কার্যনির্বাহী সদস্য ডা. ইমাম উদ্দিন চৌধুরী, স্বপন দাস বিজয়সহ বিভিন্ন পরিবহনের চালক এবং স্থানীয় নেতৃবৃন্দ।

নরসিংদী মিরর/এফএ