ভিডিওসহ
নরসিংদীর মাধবদী পৌর নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছে বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন আনু।
রবিবার দুপুর ২ টায় মাধবদী শহরের আলগী এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন আনু বলেন, নির্বাচনে ভোট দিতে পারবে কিনা তা নিয়ে ভোটারদের মাঝে শঙ্কা ছিলো। তা আজ বাস্তবে প্রমাণ হয়েছে। কেন্দ্রে ইভিএমে ভোটারদের ভোট শিখিয়ে দেয়ার কথা বলে ভোট দিয়ে দিচ্ছে। ভোটের গোপন বক্সে স্বচ্ছ কাপড় ব্যবহার করা হয়েছে। ভোটাররা কাকে ভোট দিচ্ছে তা দেখা যাচ্ছে।
যার ফলে ভোটাররা ভোট দিতে ভয় পাচ্ছে। আর সকল কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেয়া হয়েছে।