নরসিংদীর মাধবদীতে ডোবা থেকে এক অঞ্জাত (৪০) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে মাধবদীর আটপাইকা ঈদগাহ বাজারের পাশের ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দজ্জামান বলেন, সোমবার সকালে স্থানীয়রা আটপাইকা ঈদগাহ বাজারের পাশের ডোবাতে একজন ব্যক্তির মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
আর মরদেহে পচঁন ধরেছে। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তিকে অন্য জায়গায় মেরে তাকে ডোবাতে ফেলে গেছে। আর নিহতের পরিচয় ও মৃত্যুর প্রকৃত রহস্য জানার জন্য পুলিশ কাজ করছে।