নরসিংদীর মনোহরদীতে বাস চাপায় আহত মোটরসাইকেল আরোহী পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রোহান এর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে তার মামাতো ভাই মোটরসাইকেল চালক মোঃ তামিম।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধায় উপজেলার হেতেমদি-সাগরদি বাইপাস রোডের চন্দবাড়ি এলাকার এ ঘটনা ঘটে। নিহত রোহান চন্দনবাড়ি ইউনিয়নের অর্জুনচর গ্রামের সোহেল মিয়ার ছেল। সে মনোহরদী উপজেলার অর্জুনচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
স্বজনরা জানান, শুক্রবার মাগরিবের নামাজের পরে মনোহরদী উপজেলার চালাকচর বাজার থেকে বাজার করে মামাত ভাই তানিমের সাথে মোটরসাইকেল দিয়ে বাড়িতে ফিরছিলো। হেতেমদি-সাগরদি বাইপাস রোডের চন্দবাড়ি এলাকার কাছাকাছি আসার পর ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়।
পরে, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তানিম ও রোহানকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহত দুজনের অবস্থা গুরুতর থাকায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় দশটার দিকে রোহানের মৃত্যু হয়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, আহত দুই জনের মধ্যে এক জন নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাস থানায় নিয়ে আসে। চালক এবং হেল্পার ঘটনার পরেই পালিয়ে যায়।
নরসিংদী মিরর/এফএ