নরসিংদীর মনোহরদীতে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এর সুস্বাস্থ্য ও রোগ মুক্তি লাভের জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে পৌর শহরের শ্রৗ শ্রী পাগলনাথ মন্দিরে এ বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় । পুলিশ সুপারের দ্রুত সুস্থতা কামনা করে মন্দিরে ভক্তবৃন্দের উপস্থিতিতে প্রার্থনা করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রী শ্রী পাগলনাথ মন্দিরের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান, মনোহরদী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সনজন কুমার রায়, সিনিয়র সহসভাপতি সনজয় কুমার রাজিব, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার রায়, সাধারণ সম্পাদক মানিক সাহা, সদস্য শ্যামল কুমার রায়সহ প্রমুখ।
গত ১৪ নভেম্বর করোনায় আক্রান্ত হয়ে নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম-বার, পিপিএম) রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।