নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার মনোহরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং অফিসার আবুল কালাম আজাদ এই তফসিল ঘোষনা করেন।
এতে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৭ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ নভেম্বর এবং ১০ ডিসেম্বর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ৩ নভেম্বর দেশের বিভিন্ন জেলায় ইউনিয়ন পরিষদের সাধারণ ও উপনির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা প্রকাশ করে নির্বাচন কমিশন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গোতাশিয়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮৮৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯০১০ জন এবং নারী ভোটার ৯৮২৯ জন।
প্রসঙ্গত, গত ১৬ আগষ্ট গোতাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলে পরদিনই চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমু। এরপর থেকে প্যানেল চেয়ারম্যান মো. কাজল মিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।