নরসিংদীর মনোহরদীতে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে খাদিজা আক্তার মীম (১৮) নামে এক কলেজছাত্রী । রবিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে নলুয়া পুরান বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মীম নলুয়া গ্রামের মাজহারুল ইসলামের মেয়ে ও
মনোহরদী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।২০১৯ সালে নোয়াকান্দী হাজী আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে সে।
জানা যায়, রাতে ঘুমানোর পর সকালে তাকে অনেক ডাকাডাকি করেও সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে সকালে সাড়ে দশটার দিকে পরিবারের লোকজন তার ঘরের দরজা ভেঙে তাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন নিয়ে যায়। বিয়ে সংক্রান্ত বিষয়ে তার মায়ের সাথে রাগারাগি থেকেই আত্মহত্যা করে থাকতে পারে বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান নরসিংদী মিররকে জানান, তার পরিবার বিয়ের আয়োজন করছিল। আগামীকাল ছেলেপক্ষ আসার তারিখ ছিল। মেয়েটি বিয়ে মেনে নিতে পারছিল না।এটাকে কেন্দ্র করেই সে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।