নরসিংদীর মনোহরদী উপজেলার শুকুন্দি ইউনিয়নের বালিপুরা গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু ফুয়াদ আহমেদ (০৩) বালিপুরা গ্রামের সজিব আহমেদ এর ছেলে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়,ফুয়াদ আহমেদ আজ দুপুরে বাড়ি থেকে বের হয় কিন্তু এরপর তার আর কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সবাই তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরে বিকেল তিনটার সময়
বাড়ির পাশের ডোবার পানিতে তাকে ভাসতে দেখা যায়। তারপর তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
শিশুটির অকাল মৃত্যুতে গ্রামজুড়ে শোকের মাতম বইছে।