পলাশে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন

আগের সংবাদ

পলাশে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া

স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫ , ৯:৫৬ অপরাহ্ণ

নরসিংদীর পলাশ উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাশফিকা হোসেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হোসাইন, পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন, উপজেলা নির্বাহী প্রকৌশলী আল মুইন শাহরিয়ার, উপজেলা পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মাশফিকা হোসেন বলেন,  ‘বাল্যবিবাহ রোধ করতে হবে, যারা মাঠে কাজ করছে তারা যেন সচেতন ভাবে কাজ করেন। বিশেষ করে যখন জন্ম নিবন্ধন করতে আসে দেখা যায় তার আঠারো বছর হয়নি তারপরও সে প্রেগন্যান্ট। এ ব্যাপারে আরো কঠোর ও সচেতনভাবে কাজ করা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। উপজেলার প্রতিটি নাগরিক যেন নিরাপদে বসবাস করতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। মাদক, ইভটিজিং ও সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।

সভায় বিভিন্ন ইউনিয়নের আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে সংশ্লিষ্ট প্রতিনিধিরা তাদের মতামত ও সমস্যার কথা জানান। এসময় উপস্থিত সদস্যরা উপজেলা প্রশাসনের উদ্যোগের প্রশংসা করে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

নরসিংদী মিরর/এফএ

বিষয়: