মনোহরদীতে সাবেক ছাত্রদল নেতা টিপুর উপর হামলার অভিযোগ

আগের সংবাদ

জনপ্রিয় ইসলামি বক্তা আব্দুল হাই সাইফুল্লাহ সড়ক দুর্ঘটনায় আহত

পরের সংবাদ

পলাশে জামায়াতে ইসলামীর গণ সমাবেশ অনুষ্ঠিত 

পলাশ প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৪ , ৭:২৪ পূর্বাহ্ণ

নরসিংদীর পলাশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে গজারিয়া ইউনিয়ন জামায়াতের আয়োজনে উপজেলার তালতলী ঈদগাঁ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

গজারিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি কাওসার আহম্মেদ এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন।

নরসিংদী শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি সুমন সিকদারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাসুদ করিম, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইসমাইল হোসেন খায়েরী, ফয়সাল আহমেদ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের আল ফাহাদ প্রমুখ।

এসময় বিভিন্ন ওয়ার্ডের জামায়াত-শিবিরের নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

নরসিংদী মিরর/এফএ