করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জন সচেতনতায় বৃদ্বির লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১এপ্রিল) সকালে পলাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন পেশার মানুষের মাঝে প্রশাসনের উদ্যোগে মাস্কের ব্যবহার নিশ্চিতকরণে লিফলেট বিতরন করছে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার,উপজেলা সহকারী কমিশনার( ভূমি) আমিনুল ইসলাম নিজ হাতে লিফলেট বিতরণ করেন।
পলাশ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সাথে নিয়ে করোনা প্রতিরোধে মাস্কের ব্যবহার নিশ্চিতকরণ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পলাশের সামাজিক সংগঠন “দুরন্ত পলাশ” এর কর্মীরা।
করোনা ভাইরাসের কারণে দেশের মানুষ হুমকির মুখে রয়েছে। তবে আতঙ্কিত না হয়ে আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা যে ভাবে আমাদের নির্দেশ দিচ্ছেন, তা সঠিক ভাবে মানলেই করোনা ভাইরাস প্রতিরোধ সম্ভব। সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে এই লিফলেট বিতরণ কর্মসূচি।