ভূমিদস্যুতায় হারিয়ে যাচ্ছে দুই গ্রামের ফসলি জমি

আগের সংবাদ

পলাশে চাকুরির কথা বলে ধর্ষণ, সহযোগীসহ অভিযুক্ত গ্রেপ্তার

পরের সংবাদ

পলাশে ধর্ষণচেষ্টার অভিযোগে সুপার মার্কেটের ব্যবসায়ী গ্রেফতার

Admin

প্রকাশিত: মার্চ ১১, ২০২১ , ১২:০৬ পূর্বাহ্ণ

পলাশ উপজেলা ওয়াবদার গেইট সকাল সন্ধা সুপার মার্কেেট বাজারে মুদি ও মিষ্টির দোকানদার শংকরকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক করা হয়েছে। অভিযুক্ত শংকর মনোরঞ্জমের ছেলে ।

অভিযোগ উঠেছে ( ধলাদিয়া) গ্রাম ঘোড়াশাল পৌরসভার ৪ নং ওয়ার্ড এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই শিশুর আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে শংকরের হাত থেকে ছাত্রীকে উদ্ধার করে ।

বুধবার (১০ মার্চ) খবর পেয়ে পলাশ থানার পুলিশ শংকরকে গ্রেফতার করে ও জেলহাজতে প্রেরণ করে । তার দুটো ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

তিনি মিষ্টি ও কসমেটিক ফল-ফলাদি দিয়ে নারীদেরকে টার্গেট করে দুর্বলতার সুযোগ নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠেছে।

মামলার বাদী ধর্ষণকারীর শংকরের ফাঁসির দাবি করছেন।