নরসিংদী পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় পরিস্কার ও পরিচ্ছন্ন শহর বজায় রাখতে অন্যরকম এক উদ্যোগ গ্রহণ করেছেন ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব মোঃ শরীফুল হক।
মঙ্গলবার (২ মার্চ) সকালে তিনি ঘোড়াশাল পৌর শহরের প্রধান প্রধান সড়কে খোলামেলা বালু বহন বন্ধে সচেতনামূলক প্রচারণা করছেন।
তিনি বেশ কয়েকটি বালু বহনকারী ট্রলি থামিয়ে তাদেরকে নিয়ম মেনে বালু বহন করতে নির্দেশনা প্রদান করেন।
আলহাজ্ব মোঃ শরীফুল হক বলেন, কোন ট্রলি চালক যেন খোলামেলা বালু বহন না করে সেজন্য মাইকিং করে সতর্কতামূলক প্রচারণা চালানো অব্যাহত রয়েছে। এরপরেও কিছু চালকরা খোলামেলা ট্রলিতে বালু বহন করে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে নাগরিকরা যেন ধুলাবালু মুক্ত পরিবেশে চলাফেরা করতে পারে সেজন্য রাস্তায় নেমেছেন তিনি।
তিনি আরও বলেন, “একটি পরিচ্ছন্ন পৌর এলাকা যেন কোনভাবেই অপরিচ্ছন্ন না হয় সেই জন্য ট্রলি চালক ও তাদের মালিক পক্ষ্যকে সতর্ক করে দেওয়া হয়েছে। পৌর কর্তৃপক্ষ জানান, ৭ ফেব্রুয়ারি পর চালক ও মালিক পক্ষ্য বালু ঢেকে বহন না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সুস্বাস্থ্যের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত পরিবেশ সুরক্ষার আর পরিবেশ সুরক্ষার জন্য থাকতে হবে সুপরিকল্পনা ও সচেতনতা।