একুশের প্রথম প্রহর থেকেই জাতি কৃতজ্ঞ চিত্তে ভাষা শহীদদের স্মরণ করছে। সবার কণ্ঠে বাজছে একুশের অমর শোকসঙ্গীত- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি…।’
পলাশ থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক জনাব, আলহাজ্ব ফজলুল কবীর জুয়েল পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
এসময় ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বুকের রক্ত ঠেলে বাংলা ভাষাকে রাঙিয়ে দেওয়া, গৌরবের সর্বোচ্চ চূড়ায় বসানো সেইসব ভাষাশহিদদের বিনম্র শ্রদ্ধা, পরম মমতা ও হৃদয় নিংড়ানো ভালোবাসায় স্মরণ করছে সারাদেশ তথা সারাবিশ্ব। ফুলে ফুলে ছেঁয়ে গেছে শহিদবেদি।