নরসিংদীর পলাশে এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার রাত ২টার দিকে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ চরপাড়া গ্রামের মৃত তরফ আলীর ছেলে মো আনোয়ার হোসেন, চরপাড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে মো: লিটন মিয়া ও কান্দাপাড়া গ্রামের মো: শাহজাহানের ছেলে ফয়সাল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি আনোয়ার হোসেন এবং অপর দুই গ্রেফতারি পরোয়ানার আসামি লিটন ও ফয়সালকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ নাসির উদ্দীন জানান, আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তাদের গ্রেফতারের পর নরসিংদী কোর্টে প্রেরণ করা হয়।