নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের কাজিরচর গ্রামের সামাজিক কবরস্থান ও ইসলাম পাড়া গ্রামের কবর থেকে একাধিক কঙ্কাল চুরি হয়েছে বলে স্থানীয়রা জানায়। পুলিশ জানায়, উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন শেষে বিস্তারিত জানা যাবে।
স্থানীয়রা বলছেন, মৃত্যুর পরেও মানুষ এখন নিরাপদ নয়। পরকালের চিন্তা মানুষের মাথা থেকে উঠে যাচ্ছে।একটা লাশেরও এখন নিরাপত্তা নাই।
কঙ্কাল চুরি চক্রের সদস্যরা জেলা-উপজেলার বিভিন্নস্থানে ছড়িয়ে রয়েছে। গোরস্থানের গোরখোদকদের সঙ্গে জড়িতদের মাধ্যমে মৃত ব্যাক্তির খবর চলে যায় তাদের কাছে। প্রথমে কবর থেকে মরদেহ তুলে কেমিক্যাল ব্যবহারের মাধ্যমে পঁচানো হয়। পরে গরম পানি দিয়ে ধুয়ে পূর্ণাঙ্গ কঙ্কাল সংগ্রহ করে তারা। পরে তা তুলে দেওয়া হয় বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট বা পাচারকারির হাতে।
এলাকার জনগন প্রশাসনের কাছে অনুরোধ জানায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মৃত মানুষের কবরকে সুরক্ষা করতে প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা গ্রহন করে।