২৪নভেম্বর মঙ্গলবার সকাল ৭ টায় চরসিন্দুর ইউনিয়নের ০৬নং ওয়ার্ড মালিতা পশ্চিমপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন কবরস্থানের আগাছা পরিষ্কার করে দুরন্ত পলাশের কর্মীরা।
দুরন্ত পলাশ সামাজিক সংগঠনটি “আমাদের চারপাশ রাখিব পরিষ্কার “এই স্লোগান এর ভিত্তিতে তাদের চারপাশের পরিবেশ পরিষ্কার করে। এর আগে চরসিন্দুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কালাপাইকা গ্রামে দুরন্ত পলাশের স্বেচ্ছাসেবীরা কবর স্থানের আগাছা পরিস্কার করে।
এছাড়া খানেপুর জোড়া ব্রিজ সংলগ্ন রাস্তা হতে বাগবাড়ি – কালাপাইকা রাস্তার আগাছা পরিষ্কারের কাজ করে দুরন্ত পলাশের স্বেচ্ছাসেবীরা। দুরন্ত পলাশের ভাইস প্রেসিডেন্ট মেজবাহ উদ্দিন ভূইয়া বলেন সমাজ ও দেশের স্বার্থে নিজেদের উদ্যোগে দুরন্ত পলাশের স্বেচ্ছাসেবীরা তাদের চারপাশের পরিবেশ পরিষ্কার করতে আগ্রহী হন।
তারা রাস্তাঘাট,কবরস্থান এবং আশেপাশের পরিবেশ পরিষ্কার করে। দুরন্ত পলাশ সবসময় মানবকল্যাণের জন্য উন্নয়নমূলক কর্মকাণ্ড করে থাকে।