নরসিংদী ২ পলাশের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট দেলোয়ার হোসেন খান (এমপি) মৃত্যুবরণ করেছেন। গত ৩ নভেম্বর রোজ মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মরহুম বীর মুক্তিযোদ্ধা এডভোকেট দেলোয়ার হোসেন খান কে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়েছে।আজ বুধবার বাদ জোহর পলাশ উপজেলার ডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম নামাযে জানাজার পর বিকেল ৩ টায় তার নিজ গ্রাম ভিরিন্দাতে দ্বিতীয় নামাযে জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় নামাযে জানাযার পর তাকে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে পলাশের সাবেক এই সাংসদ সদস্যকে হারিয়ে পলাশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।তার মৃত্যুতে শোক প্রকাশ করেন পলাশের বর্তমান সাংসদ ও উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ এমপি।
এছাড়া আরো শোক প্রকাশ করেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরিফুল হক,ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবের উল হাই, ডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ ইকবাল হোসেন প্রমুখ।
পারিবারিক সুত্রে জানা যায়, তিনি ডায়াবেটিস, হৃদরোগসহ আরো কিছু জটিল রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যকালে স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।