রায়পুরায় ছাত্রী অপহরণ-মুক্তিপণ আদায়, ৩ কিশোর গ্যাং গ্রেপ্তার

আগের সংবাদ

চেয়ারম্যান কাপ ফুটবলের ৫ম আসরের বিজয়ী হোসাইন একাদশ

পরের সংবাদ

১০ হাজার কোটি টাকার প্রকল্প

নরসিংদীতে নির্মিত হচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইউরিয়া সার কারখানা

মোঃ রাজিব সরকার

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২০ , ১০:২৫ অপরাহ্ণ

দেশে ইউরিয়া সারের উৎপাদন বাড়াতে নরসিংদীর পলাশে দক্ষিন এশিয়ার সব চেয়ে বড় কারখানা নির্মাণ করতে যাচ্ছে সরকার। যার দৈনিক উৎপাদন ক্ষমতা হবে আড়াই হাজার মেট্রিক টন।

পলাশে ঘোড়াশাল সার কারখানা স্থাপিত হয় ১৯৭০ সালে। পরবর্তীতে একই স্থানে নির্মান করা হয় পলাশ ইউরিয়া সার কারখানা।

শুরুতে এই দুইটি কারখানার উৎপাদন ক্ষমতা ছিলো সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন। সক্ষমতা হারিয়ে যা এখন ঠেকেছে চার লাখ মেট্রিক টনে। যার ফলে বেড়ে যায় উৎপাদন খরচ। তাই উৎপাদন বাড়াতে পুরনো দুটি কারখানা ভেঙে একটি আধুনিক কারখানা নির্মান করতে যাচ্ছে সরকার। আর এই কারখানা থেকে পাওয়া যাবে বছরে ৯ লাখ মেট্রিক টন ইউরিয়া সার।

বি সি আই সি বলছে, কারখানাটি উৎপাদনে এলে আমদানি নির্বরতা কমে আসবে অর্ধেকে। যার ফলে বছরে সাশ্রয় হবে ২২ হাজার কোটি টাকা।

এই প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১০ হাজার কোটি টাকা। তারমধ্যে এক হাজার আটশো চুয়াল্লিশ কোটি টাকা দিবে সরকার৷ বাকিটা আসবে নির্মাতা দুই প্রতিষ্ঠানের কাছ থেকে ঋন হিসেবে।

কারখানাটি যৌথ ভাবে নির্মান করবে জাপানের মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রি ও চায়নার সি সি সেভেন।

নকি