নরসিংদীর ঘোড়াশালে নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে বর্বরোচিত নারী নির্যাতন এবং সাম্প্রতিক বিভিন্ন গণ-ধর্ষন ও নারী নির্ষাতন নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ঘোড়াশাল রেল স্টেশনে ঘোড়াশাল বাসীর ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ঘোড়াশাল রেলওয়ে চত্ত্বর থেকে শুরু হয়ে সাদ্দাম বাজার ঘুরে এসে শেষ হয়।
এই উক্ত প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল এ সাধারণ জনগন ও সকল প্রকার ছাএ অংশগ্রহণ করে।
এ সময় বক্তব্য রাখেন, স্টার ভিশন ট্যাভেল টুরিজম এজেন্সি পরিচালক ইকরাম হোসেন, সমাজ সেবক সাফিকুর ইসলাম, সামাজিক সংগঠন “স্মাইলের ফাউন্ডার ফারাবি রহমান আলিফ, সমাজ সেবক রাহাদ রাফসান।