বিশ্ব জলাতঙ্ক দিবস আজ

আগের সংবাদ

ঘোড়াশাল পৌরসভায় বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ চালু

পরের সংবাদ

পলাশের দক্ষিণ দেওড়া স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সংকটে দুর্ভোগ!

ইসরাত জাহান পূর্ণিমা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২০ , ৭:০৬ অপরাহ্ণ

পলাশ উপজেলায় দক্ষিণ দেওড়া গ্রামে একটি স্বাস্থ্যকেন্দ্র আছে। কিন্তুু এতে রয়েছে পর্যাপ্ত পরিমানে ঔষধের অভাব। গ্রামের মানুষের জ্বর, ঠান্ডা, কাশি, সর্দি ইত্যাদি ছাড়াও গর্ভবতী মহিলারাও এই স্বাস্থ্য কমপ্লেক্সে নিজেদের সামন্যতম সুবিধার জন্য যাতায়াত করে।

এখন করোনার প্রাদুর্ভাবে ও আবহাওয়া পরিবর্তনের কারনে প্রায় ছোট থেকে বৃদ্ধ পযন্ত সবাই অসুস্থতার শিকার হয়। কিন্তুু সরকারি স্বাস্থ্যকেন্দ্র হওয়া স্বত্বেও এখানে যথাসময়ে তাদের প্রয়োজনীয় ঔষধ তারা পাচ্ছে না। এমতাবস্থায়, স্থানীয় জনগণ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পর্যাপ্ত পরিমাণ ঔষধের আশা করছেন। বিশেষ করে শিশুদের জ্বর, ঠান্ডার ঔষধগুলো বেশি জরুরি হয়ে পড়ছে।

ঔষধ স্বল্পতার বিষয়ে অত্র হাসপাতালে কর্মরত কমিউনিটি হেল্থকেয়ার প্রভাইডার শামছুন্নাহার বেগম বলেন,”এখানে ২-৩ মাস পরে পরে ঔষধ সাপ্লাই দেওয়া হয়। অথচ দৈনিক রোগীর সংখ্যা ৬০-৭০ জন। যার বেশির ভাগ রোগী হচ্ছে শিশু।

তিনি আরও জানান, গত ৬ জুলাই, ২০২০ সর্বশেষ ঔষধ সাপ্লাই দেওয়া হয়েছে। ঔষধের এই স্বল্পতার কারনে তিনি রোগীদের পর্যাপ্ত পরিমানে ঔষধ দিতে পারছেন না।