করোনার প্রথম ভ্যাকসিন পুতিনের মেয়ের শরীরে পুশ

আগের সংবাদ

শিবপুর উপজেলা হিন্দু মহাজোটের জন্মাষ্টমী পালন

পরের সংবাদ

ঘোড়াশাল-পাচঁদোনা মহাসড়কে ‍ছিনতাই

মোঃ কামরুল হাসান খান,পলাশ।

প্রকাশিত: আগস্ট ১১, ২০২০ , ১১:২৭ অপরাহ্ণ

রাতে ঘোড়াশাল-পাচঁদোনা মহাসড়কের ভাগদী নামক স্হানে ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ডাকাতির ঘটনায় ৫ জন আহত হয়। এসময় ডাকাতেরা ওদের মোবাইল, স্বর্ন গহনা, ও নগদ টাকা নিয়ে যায়। সাথে ওদের হাত, পা ও চোখ বেঁধে গাড়ি তে করে ২/৩ ঘন্টা ঘুরে।

তারপর ওদের জ্বীম্মি করে বাড়ি তে ফোন করে আরও নগদ টাকা মুক্তিপণ হিসেবে নেয়। এঘটনায় আরও কয়েকটি সিএনজি ও একটি প্রাইভেট কার ছিনতাই করে।পরে আহত লোকদের নরসিংদী কাদির মোল্লা মিলের কিছু টা সামনে ফেলে রেখে চলে যায়। গুরুতর আহত একজন এখন ও নরসিংদী একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় আছে।

নকি