নরসিংদী লাজফার্মাকে ৪০ হাজার টাকা জরিমানা

আগের সংবাদ

করোনায় কি থমকে যাবে বিশ্বের প্রাচীন রেস্টুরেন্ট?

পরের সংবাদ

খেলাধুলাই যুবসমাজকে মাদক-নেশা থেকে রক্ষা করে

ইলিয়াস আহমেদ দ্বীপ, চরসিন্দুর, পলাশ।

প্রকাশিত: আগস্ট ১১, ২০২০ , ১১:০৫ অপরাহ্ণ

চলনা ফাযিল ডিগ্রী মাদ্রাসার মাঠে ফ্রেন্ডশিপ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় চলনা সিনিয়র একাদশ বনাম চলনা জুনিয়র একাদশের মধ্যে এক টান টান উত্তেজনাকর ক্রিকেট খেলা।

১০ আগস্ট অনুুষ্ঠিত খেলায় উপস্থিত ছিলেন জনাব আলমগির হোসেন,সভাপতি ফ্রেন্ডশিপ ক্লাব ও কর্মকর্তা বাংলাদেশ ইসলামী ব্যাংক; জনাব লোকমান উদ্দিন ভূইয়া, সেক্রেটারি ,ফ্রেন্ডশিপ ক্লাব ও এডভোকেট, জর্জ কোর্ট,নরসিংদী; জনাব সুমান শিকদার,সহঃ সেক্রেটারি ফেন্ডশিপ ক্লাব ও পরিচালক,জিনিয়াস ক্লাব,নরসিংদী।

আরও উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিবর্গ। উক্ত খেলাটি পরিচালনা করেন জনাব বুলবুল আহম্মেদ ও স্কোরার ছিলেন জনাব আলামিন প্রধান। খেলায় বিজয় লাভ করেন জুনিয়র একাদশ। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হোন মোঃ হামিদ সরকার। অনেক অনেক অভিনন্দন চলনা জুনিয়র একাদশকে

নকি