নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়ন জামায়াতের ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) উপজেলার করিমপুর খেলার মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জামায়াতের ইসলামীর সভাপতি মাহমুদুল আলম সজলের সভাপতিত্বে ও সেক্রেটারি রুহুল আমীন ফরাজীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা মুসলেহুদ্দীন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নরসিংদী সদর থানা আমীর মাহফুজ ভূইয়া, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আমীরুল ইসলাম আমীর।
জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য ও নরসিংদী সদর থানা সেক্রেটারি মাওলানা ইলিয়াছুজ্জামান, জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য ও নরসিংদী সদর থানার সহকারী সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন ও নজরপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা লোকমান কবির সরকার সহ আরো অনেকে।
সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
নরসিংদী মিরর/এফএ