নরসিংদীতে ছিনতাই হওয়া টাকা ও স্বর্ণসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ আগস্ট) গভীর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া।
গ্রেফতারকৃতরা হলেন, নরসিংদী সদর উপজেলার দত্তপাড়া এলাকার মৃত গাফফারের ছেলে সজিব (৩২), হাবিবুর রহমানের ছেলে রাব্বি সরকার (৩০), একরামুল হকের ছেলে কনক (৪০), বিল্লাল হোসেনের ছেলে আসাদুজ্জামান (৩৬), আলতাব হোসেনের ছেলে ইব্রাহিম (২৪) এবং চম্পকনগর এলাকার আব্দুর রহমানের ছেলে নুরুল ইসলাম (২৯)।
এসময় তাদের কাছ থেকে নব্বই হাজার পাঁচশত টাকা এবং ০৫ ভরি ১১ আনা ০৫.৩ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (২৩ আগস্ট) খোদাদিলা গ্রামের আবেদ আলীর ছেলে আব্দুর রহমান (৫৫) নরসিংদী বাজারে ছিনতাইয়ের শিকার হন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় ছিনতাই হওয়া টাকা ও স্বর্ণ উদ্ধার করেন। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
নরসিংদী মিরর/এফএ