সোমবার (২৫ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশনা মোতাবেক নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের দাইড়ের পাড় এলাকায় অবৈধ ও অনুমোদনবিহীন ড্রেজার এর মাধ্যমে কৃষি জমি বিনষ্ট করে বালু উত্তোলন প্রতিরোধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোঃ আসসাদিকজামান, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী।
এসময় অবৈধ বালু উত্তোলনকারীদের কাউকে ঘটনাস্থলে পাওয়া না গেলেও ড্রেজার মেশিন চালনার জন্য প্রয়োজনীয় প্রায় ৩ লক্ষ টাকার যন্ত্রপাতি ও মালামাল জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জেলা পুলিশ এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য সার্বিক সহযোগিতা প্রদান করেন।
জনস্বার্থে জেলা প্রশাসনের এরূপ ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত আছে এবং থাকবে।