নরসিংদীর সদর উপজেলার নজরপুর ইউনিয়নের দুটি বিচ্ছিন্ন গ্রাম আলিপুর ও বাহেরচর।
বিচ্ছিন্ন অঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার্থে চমৎকার মনোমুগ্ধকর একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে।
সেতুটি আলিপুর ও বহেরাচড় গ্রামের মধ্যে সংযোগ স্হাপন করেছে।
এ ব্রিজ নির্মাণে চরাঞ্চলবাসীর দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্নপূরণ মাত্র সময়ের ব্যাপার। এর উদ্বোধনের অপেক্ষায় চরাঞ্চলবাসী।
ফলে যাতায়তের সুবিধা হয়েছে দুই ঐ অঞ্চলের হাজার হাজার মানুষের।
বর্তমানে ব্রিজের ব্যাপারে চরাঞ্চলের জনগণের মধ্যে ব্যাপক আশার আলো দেখা দিয়েছে। যোগাযোগ ব্যবস্থা দ্রুততর হলে ওই এলাকায় অবহেলিত জনগনের জীবনমান উন্নত হবে বলে মনে করেন চরাঞ্চলবাসী।