নরসিংদী রেলওয়ে স্টেশনের দুধারে স্টেশনের নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে লোহার বেষ্টনী। এতে করে স্টেশনের এক পাশ থেকে আরেক পাশে যেতে ফুটওভার ব্রীজ ব্যবহার করতে হয়। তবে ফুটওভার ব্রীজ অনেক উঁচু এ অজুহাতে অনেকেই স্টেশনে ঢুকছেন লোহার বেষ্টনী ভেঙে।
লোহার এ মজবুত বেষ্টনী কে ভাঙলো? কিভাবে ভাঙলো? এ প্রশ্নের জবাব পাওয়া যায়নি।
ভাঙা জায়গাটি নরসিংদী রেলস্টেশনের চার নং লাইনের কাছে। ব্রাহ্মন্দী থেকে যারা বাজারে বা মূল শহরে প্রবেশ করতে চান তাদের বেশির ভাগ লোকজন এ ভাঙা জায়গাটি ব্যবহার করছেন।
ভাঙা অংশের ঠিক সামনেই রয়েছে রেলওয়ে পুলিশ ফাঁড়ি। পুলিশ ফাঁড়ির সদস্যরাও নির্বিকার। তারা যেন দেখেও দেখছেন না।
ভাঙা অংশ দিয়ে পার হওয়া মো. নাসিমের সাথে কথা হলে তিনি জানান, ওভারব্রীজ অনেক উঁচা। উডলে কাহিল লাগে। দম নিবার পারিনা। তাই এই ভাংগা বেড়ার ফাঁক দিয়া ভিতরে যাইতাছি। যদি ওভার ব্রীজে সিঁড়িতে লিফ্ট থাকতো তাহলে ওভার ব্রীজ দিয়াই যাইতাম।
নরসিংদী স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার সোনিয়া আক্তার বলেন, বিষয়টি আমার জানা ছিল না। এখন যেহেতু জানতে পেরেছি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিব।
রেলওয়ে পুলিশ শরীফুল ইসলাম বলেন, রাতে দুর্বৃত্তরা বেষ্টনীর কয়েকটি স্থানে লোহার পাত সরিয়ে পার হওয়ার রাস্তা বানিয়েছে। আমরা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিব।