নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের অগ্রণী পাঠাগারের আয়োজনে চলে আসছিল ফুটবল টুর্ণামেন্ট। আজ ১৪ অক্টোবর ছিল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচটি বুদিয়ামারা একাদশ ও নবীপুর একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।
বিকেল চারটায় বুদিয়ামারা ফুটবল মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
অগ্রণী পাঠাগার যুব কল্যাণ সংঘের এ ফাইনাল খেলাটি উদ্বোধন করেন নজরপুর ইউনিয়নের চেয়ারম্যান বাদল সরকার।
খেলায় প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন নরসিংদী শহর যুবলীগের সাবেক সভাপতি মোঃ আশরাফুল সরকার।
খেলাটি শুরু বিকেল চারটায়। দুর্দান্ত গতিতে প্রথমার্ধের খেলা গোল শূণ্যভাবে শেষ হয়।
দ্বিতীয়ার্ধে ও প্রাণপন চেষ্টা করে দুই দলই গোল দিতে ব্যর্থ হয়। ফলে খেলাটি গোল শূণ্য ড্র হয়।
পরবর্তীতে খেলাটি পেনাল্টি কিকের মাধ্যমের শেষ হয়। পেনাল্টি তে নবীপুর একাদশ গোলশূণ্য ছিল আর বুদিয়ামারা একাদশ ৩ টি গোল করে বিজয়ী হয়।
খেলায় চ্যাম্পিয়নদের জন্য ৩২” রঙিন টেলিভিশন ও রানার্সআপ দলের জন্য ২১” রঙিন টেলিভিশন পুরস্কার হিসেবে ছিল।