নরসিংদীতে সচল পিস্তলসহ মজলিস ওরফে সুমন নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে সদর থানাধীন শিলমান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সুমন (৩৫) ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার চিতরী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপণ কুমার সরকার। তিনি বলেন,
গোপন সংবাদের ভিত্তিতে এসআই নূরে আলম হোসাইন, এসআই মোস্তাক আহম্মেদ, এসআই জাকারিয়া আলম, এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অদ্য সাড়ে তিন ঘটিকায় নরসিংদী মডেল থানাধীন দক্ষিণ শীলমান্দি সাকিনস্থ পাঞ্জাখানা মসজিদের সামনে ফাঁকা রাস্তার উপর হতে সন্ত্রাসী মজলিস @ সুমনকে একটি সচল পিস্তলসহ ১৭/০৯/২০২০ খ্রিঃ তারিখ গ্রেফতার করেন। আসামী দীর্ঘদিন যাবত নরসিংদীসহ আশপাশ জেলায় সন্ত্রাসীমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আসামীর বিরুদ্ধে বিভিন্ন জেলায় ইতোপূর্বে একাধিক মাদক মামলা আছে।
এ ঘটনায় নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।