নরসিংদী-৩ (শিবপুর) আসনের সাবেক এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম মোল্লা ওরফে ডলার সিরাজকে আটক করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) রাজধানীর আসাদগেট এলাকার একটি বেসরকারী বিশ্ববিদ্যলয় থেকে তাকে আটক করে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে সেনাবহিনী।
জানা গেছে, সোমবার সিরাজুল ইসলাম ওই বেসরকারী বিশ্ববিদ্যালয়ে জোর করে চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করতে গেলে ছাত্র জনতা তাকে ঘেরাও করে। পরে সেনাবাহিনীকে খবর দিলে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহীনির সদস্যরা।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার গণমাধ্যমকে জানান, মোহাম্মদপুরের আসাদগেট থেকে সেনাবাহিনী নরসিংদী ৩ আসনের সাবেক এমপিকে আটক করে আমাদের থানায় হস্তান্তর করে গেছে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ থানায় দুটি মামলা রয়েছে। ইতিমধ্যে আমরা নারায়ণগঞ্জে পুলিশকে খবর দিয়েছি। তারা আসলে আমরা তাদের কাছে হস্তান্তর করে দিবো।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৩ (শিবপুর) আসনে দ্বিতীয়বারেরমত সংসদ সদস্য নির্বাচিত হন প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা। এর আগে তিনি ২০১৪ সালেও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন।
ডলার সিরাজের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তার স্ত্রী শিবপুর উপজেলা চেয়ারম্যান ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর হামলা ও হত্যার জন্য স্থানীয় যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীদের কোটি কোটি টাকা দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
নরসিংদী মিরর/এফএ