নরসিংদীর শিবপুরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের আয়োজনে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামাজিক দূরত্ব মেনে এসব কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল সকাল ১১ টায় আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল, ০১টায় কেক কাটা ও দোয়া প্রার্থনা, ০২ টায় আনন্দ র্যালি নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,এবং র্যালি শেষে মিষ্টি বিতরণ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল,সাংগঠনিক সম্পাদক বাবু বিপ্লব চক্রবর্তী।
অন্যান্য দের মাঝে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাবেক মোশাররফ হোসেন ভূইয়া।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো সোহেল রানা, সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাজায়েল ভূইয়া।
আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগের উপজেলা,সকল ইউনিয়ের নেতাকর্মী, আওয়ামী লীগ এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।