আসুন গাছ রোপন করে, অক্সিজেন তৈরি করি ও গাছ লাগান পরিবেশ বাচান ’ এই স্লোগানকে সামনে রেখে শিবপুর উপজেলার অন্যতম সামাজিক সংগঠন ‘বিজয় ৭১ রক্তদান সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
১৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের গড়বাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে দিনব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচী উদ্ধোধন করেন দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিজয় ৭১ সংগঠনের উপদেষ্টা মো: মেরাজুল হক মেরাজ।
এসময় তিনি এই বৃক্ষরোপণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে সংগঠনের সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
এতে উপস্থিত ছিলেন দুলালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র সংগঠনের উপদেষ্টা মো: মুজিবুর রহমান সকাল থেকে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, বিজয় ৭১ রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাইয়ুম মোল্লা, প্রতিষ্ঠাতা সদস্য মো রুবেল মিয়া,রাশেদ পাপ্পু।
আরো উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সদস্য রুবেল ভূইয়া, শাওন ফরায়েজি, সাকিব মোল্লা,সাহেদুজ্জামান ভুইয়া,অহিদ জামান, আশিক শেখ প্রমুখ।