জাকসু আয়োজিত আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আগের সংবাদ

পলাশে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত 

পরের সংবাদ

আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন চালুর দাবিতে মানববন্ধন 

রায়পুরা প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪ , ৪:৩৯ অপরাহ্ণ

নরসিংদীর রায়পুরা উপজেলায় বন্ধ হয়ে থাকা আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন চালু ও মাস্টার নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে যাত্রী সাধারণ ও এলাকাবাসী। রোববার (২৪ নভেম্বর) সকাল ১০টায় স্টেশন প্লাটফর্মে আমিরগঞ্জ ইউনিয়ন সমাজকল্যাণ ও উন্নয়ন সংগঠনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হাসনাবাদ বাজারের ব্যবসায়ী ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বাদলের সভাপতিত্বে ও আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মনিরুজ্জামান মৃধার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম মোজাম্মেল হক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খোরশেদ আলম, রায়পুরা পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. আর মামুন, হাসনাবাদ পাবলিক লাইব্রেরির সভাপতি গাজী লুৎফর রহমান রবিন, ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ বিল্লাল, আমিরগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তফা কামাল ভূইয়া, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান সুরুজ সহ আরো অনেকে।

বক্তারা বলেন, রায়পুরা উপজেলার শিল্প-বাণিজ্যের প্রধান কেন্দ্র হাসনাবাদ বাজার। এই বাজারে অবস্থিত আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন ব্যবহার করে ব্যবসায়ীগণ ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে মালামাল পরিবহন করে থাকেন। কিন্তু গত দুই বছর যাবত স্টেশন কার্যক্রম বন্ধ থাকার কারণে ব্যবসায়ীরা রেলওয়ে পরিবহন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

বক্তারা আরো বলেন, স্টেশন কার্যক্রম বন্ধ থাকার কারণে নেই স্টেশন মাস্টার, জ্বলছে না কোন সিগনাল বাতি। লোকাল কয়েকটি ট্রেন থামলোও প্লাটফর্মে না দাঁড়িয়ে সল্প সময়ের জন্য মেইন লাইনে দাঁড়ায়। যার ফলে ট্রেনের যাত্রীদের উঠানামায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। আগামী দুই সপ্তাহের মধ্যে স্টেশন চালু না হলে এলাকাবাসী কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন।

এদিকে, সিগনাল বাতি বন্ধ থাকায় স্টেশনে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গত দুই বছরে আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে স্থানীয় ৮জন ব্যক্তি নিহত হয়েছে। ট্রেনের যাত্রী সাধারণ, স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে স্টেশন চালু করার জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানান।